আসন্ন আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর।
ঘোষিত দলে তিন নতুন মুখের অন্তর্ভুক্তি ঘটেছে। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার রুবিয়া হায়দার ঝেলিক, তরুণ অফস্পিনার নিশিতা আক্তার নিশি এবং টপ-অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার। অন্যদিকে দল থেকে বাদ পড়েছেন দিলারা আক্তার দোলা, জান্নাতুল ফেরদৌস সুমনা এবং ইশমা তানজিম।
রুবিয়া এর আগে টি-টোয়েন্টিতে জাতীয় দলের হয়ে খেললেও ওয়ানডেতে এখনও অভিষেক হয়নি। ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে তিনি প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছেন। ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংয়েও তাকে বিকল্প হিসেবে ভাবছেন নির্বাচকরা।
মাত্র ১৭ বছর বয়সী নিশিতা দলে সবচেয়ে কনিষ্ঠ সদস্য। ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেকের পর থেকেই তিনি নির্বাচকদের নজরে ছিলেন। বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে তার নিয়ন্ত্রিত বোলিং বড় শক্তি হিসেবে দেখা হচ্ছে।
সাবেক অনূর্ধ্ব-১৯ অধিনায়ক সুমাইয়া আক্তারও ফিরেছেন মূল দলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র ওয়ানডে ম্যাচ খেলার পর আবার জাতীয় দলে জায়গা পেয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেট ও এমার্জিং দলে তার ধারাবাহিক পারফরম্যান্স তাকে এই সুযোগ এনে দিয়েছে।
নারী উইংয়ের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ মনসুর বলেন, “রুবিয়া গত ছয় মাসে অসাধারণ উন্নতি করেছে। নিশিতা তরুণ হলেও মানসিকভাবে পরিপক্ব এবং বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে কার্যকর। আর সুমাইয়া টপ-অর্ডারে টেকনিক ও ফিল্ডিংয়ে বাড়তি বিকল্প এনে দিচ্ছে।”
বাংলাদেশ নারী দল – বিশ্বকাপ ২০২৫:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ–অধিনায়ক), ফারজানা হক, রুবিয়া হায়দার ঝেলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মুস্তারী, রিতু মনি, শর্না আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি, সুমাইয়া আক্তার।