Skip to Content

বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

August 28, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ সামনে রেখে ২৯ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তরুণ ক্লাউদিও এচেভেরি ও হটফর্মে থাকা হোসে ম্যানুয়েল লোপেজ। তবে বাদ পড়েছেন নিয়মিত মুখ ফাকুন্ডো মেডিনা ও অভিজ্ঞ ফরোয়ার্ড আঞ্জেল করেয়া।

আগামী ৪ সেপ্টেম্বর আর্জেন্টিনা ভেনেজুয়েলাকে আতিথ্য দেবে এবং ৯ সেপ্টেম্বর খেলবে ইকুয়েডরের বিপক্ষে।

দলে সবচেয়ে চমক লোপেজ, যিনি ব্রাজিলের পালমেইরাসে দুর্দান্ত ছন্দে রয়েছেন। অন্যদিকে, এচেভেরি ও অ্যালান ভারেলা প্রথমবারের মতো সিনিয়র দলে ডাক পেয়েছেন।

স্কালোনির দলে রয়েছে তারকা লিওনেল মেসি, লাওতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজসহ অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়।

Editorialnews24 August 28, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages