আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি ইঙ্গিত দিয়েছেন, জাতীয় দলের হয়ে তার ক্যারিয়ারের শেষ অধ্যায় শুরু হয়ে গেছে। আগামী ৪ সেপ্টেম্বর বুয়েন্স আইরেসে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি হতে পারে তার দেশের মাটিতে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ।
ইন্টার মায়ামিকে লিগস কাপের ফাইনালে তোলার পর মেসি বলেন, “এই ম্যাচটা আমার জন্য বিশেষ হতে যাচ্ছে। পুরো পরিবার উপস্থিত থাকবে। এরপর আর খেলব কিনা জানি না, তবে এটা আমরা উপভোগ করব শেষ ম্যাচের মতো করেই।”
২০২৬ বিশ্বকাপে খেলার আশা থাকলেও, মেসির বয়স তখন ৩৯ ছুঁই ছুঁই। তাই অনেকেই মনে করছেন, ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি হতে পারে আবেগঘন বিদায় মুহূর্ত।
কনমেবল এক পোস্টে লিখেছে, “দ্য লাস্ট ড্যান্স ইজ কামিং।” টিকিটের চাহিদা বেড়ে যাওয়ায় সাধারণ টিকিট ১০০ ডলার ও ভিআইপি ৫০০ ডলারে পৌঁছেছে। সমর্থকদের কাছে এটি শুধুই একটি ম্যাচ নয়, বরং মেসিকে শেষবারের মতো স্যালুট জানানোর উপলক্ষ।