স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদ মাঠে নামবে মায়োর্কার বিপক্ষে। শনিবার (৩০ আগস্ট) বাংলাদেশ সময় রাত দেড়টায় সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদ দুর্দান্ত ফর্মে রয়েছে, দুটি ম্যাচেই জয় লাভ করেছে তারা। অপরদিকে, মায়োর্কার সমান ম্যাচে একটি জয় এবং একটি পরাজয় রয়েছে। দুই দলের মধ্যে ২০০৩ সাল থেকে ৩৫ বারের সাক্ষাতে ২৪ বার জয় লাভ করেছে রিয়াল মাদ্রিদ, যা তাদের শক্তিমত্তার বড় প্রমাণ।
এছাড়া, রিয়াল মাদ্রিদ বর্তমানে শক্তিশালী দল হিসেবে পরিচিত, এবং বড় কোনো তারকা ইনজুরির অভাব নেই। দলের খেলোয়াড়রা এখন নিজেদের প্রমাণ করার জন্য প্রস্তুত। নতুন মৌসুমের শুরুটা তাই তাদের জন্য দারুণ কাটছে, এবং তারা এবার মায়োর্কার বিপক্ষে বড় জয় পেতে দৃঢ় প্রতিজ্ঞ।
ম্যাচটি হবে রিয়াল মাদ্রিদের জন্য আরও একটি পরীক্ষার মঞ্চ, যেখানে তারা তাদের ফর্ম ধরে রেখে তৃতীয় ম্যাচেও জয় নিশ্চিত করতে চাইবে।