সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে ৪-৩ গোলে জিতেছে বাংলাদেশ। ম্যাচে এক গোল করেন ও আরেকটি গোলের উৎস হন সৌরভী আকন্দ প্রীতি।
ম্যাচ শুরুর ঠিক আগে বড় ভাইয়ের কাছ থেকে জানতে পারেন, অসুস্থ মা হাসপাতালে ভর্তি। কিন্তু মায়ের অসুস্থতা মনোবল ভাঙতে পারেনি। মাঠে দুর্দান্ত পারফর্ম করে জয় এনে দেন তিনি।
টুর্নামেন্টে ৬ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন প্রীতি। তবে পয়েন্টে পিছিয়ে থাকায় চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ।
খেলা শেষে ভুটান থেকে প্রীতি বলেন, “মায়ের চিকিৎসা নিয়ে চিন্তায় আছি। আজ ফজরে নামাজ পড়ে দেশের জন্য দোয়া করেছিলাম। কিছু করতে পেরেছি, আলহামদুলিল্লাহ।”
ময়মনসিংহের নান্দাইলের গ্রামের মেয়ে প্রীতি বর্তমানে দশম শ্রেণির ছাত্রী ও নারী ক্রীড়া সংগঠক হিসেবেও কাজ করেন। তার সাফল্যে গর্বিত পুরো এলাকা।