টি-টোয়েন্টিতে বাংলাদেশি ক্রিকেটারে মোস্তাফিজুর রহমান নতুন রেকর্ড গড়েছেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় পেয়ে মোস্তাফিজের টি-২০ ক্যারিয়ারে জয়সংখ্যা হল ৫৩, যা সাকিব আল হাসানের ৫২ জয়কে ছাড়িয়ে গেছে। মাত্র ১১২ ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেছেন মোস্তাফিজ, যেখানে সাকিব খেলেছেন ১২৯ ম্যাচ।
নেদারল্যান্ডসের ম্যাচে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট নিয়েও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
বিশ্বে সবচেয়ে বেশি টি-২০ জয় আছে ভারতের রোহিত শর্মার, ১৫৯ ম্যাচে ১০৯ জয়। ফ্র্যাঞ্চাইজি ও আন্তর্জাতিক মিলিয়ে সর্বোচ্চ জয় অর্জন করেছেন ক্যারিবীয় কিংবদন্তি কেইরন পোলার্ড, ৭১৩ ম্যাচে ৩৮৭ জয়।