সফরকারী নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দারুণ জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স করেছে টাইগাররা। বিশেষ করে তাসকিন আহমেদ, লিটন দাস ও সাইফ হাসান ছিলেন সেই জয়ের মূল নায়ক।
সোমবার (২ সেপ্টেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই গুরুত্বপূর্ণ লড়াই। ম্যাচটি জিতলেই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ।
এই ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ—সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে। তবে দলটির সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, প্রথম ম্যাচে যেসব খেলোয়াড় মাঠে নেমেছিলেন, দ্বিতীয় ম্যাচেও সেই একাদশেরই সম্ভাবনা সবচেয়ে বেশি।
রোববার ১৬ সদস্যের দলের বাইরে থাকা পাঁচ ক্রিকেটারের মধ্যে চারজনকে নিয়ে অনুশীলন করেছে কোচিং স্টাফ। কিন্তু তাদের দ্বিতীয় ম্যাচে মাঠে দেখা যাবে কি না—এমন প্রশ্নে সালাউদ্দিন বলেন, ‘এখানে পরীক্ষার জায়গা নেই। এটা আন্তর্জাতিক ক্রিকেট। জয়ের জন্য যা করা দরকার, সেটাই করব।’
তার এমন মন্তব্য থেকেই স্পষ্ট, জয়ী একাদশে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে একটি জায়গায় পরিবর্তন আসতে পারে, সেটি তাসকিন আহমেদের ওয়ার্কলোড ব্যবস্থাপনার কারণে। তাকে বিশ্রাম দিলে সুযোগ পেতে পারেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তবে সেটিও নিশ্চিত নয়।
সুতরাং দ্বিতীয় ম্যাচেও আগের মতোই একটি ভারসাম্যপূর্ণ দল নিয়ে মাঠে নামার কথা ভাবছে টাইগার টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ / নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।