আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আগামী নারী ক্রিকেট বিশ্বকাপের জন্য রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করেছে, যা পুরুষদের চেয়ে বেশি।
আইসিসির আজ সোমবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর ভারতে শুরু হতে যাওয়া ১৩তম নারী ক্রিকেট বিশ্বকাপ এবার যৌথভাবে আয়োজন করা হবে ভারত ও শ্রীলংকার মধ্যে। এই আসরের জন্য মোট প্রাইজমানি রাখা হয়েছে প্রায় ১৭০ কোটি টাকা, যা আগের আসরের ৪২ কোটি টাকার চেয়ে অনেক বেশি।
এবারের পুরুষ বিশ্বকাপের প্রাইজমানি ছিল মোট ১৪২ কোটি টাকা। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পেয়েছিল কমপক্ষে ২৭ কোটি টাকা। আর নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলও একই পরিমাণ অর্থ পাবেন।
নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশ দলের প্রথম ম্যাচ হবে ২ অক্টোবর, যেখানে তারা খেলবে পাকিস্তানের বিপক্ষে কলম্বোতে।