ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহ থাকা সত্ত্বেও অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। রবিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-০ গোলে হারের ম্যাচে তিনি স্কোয়াডেই ছিলেন না।
ভিলার কোচ উনাই এমেরি জানান, মার্তিনেজের পরিস্থিতি নিয়ে তারা শিগগিরই সিদ্ধান্ত নেবেন। ভিলা এখনও প্রিমিয়ার লিগে কোনো জয় পায়নি এবং গোলহীন রয়েছে।
অন্যদিকে, ইউনাইটেড দ্রুত গোলরক্ষক চায়। তারা মার্তিনেজ ছাড়াও বেলজিয়ান তরুণ সেনে লামেন্সের সঙ্গে আলোচনা করছে। তবে ক্লাব সূত্র বলছে, ইউনাইটেড শুধু একজন গোলকিপারই দলে নেবে।
গ্রীষ্মে ইউনাইটেড মার্তিনেজকে লোনে নেওয়ার চেষ্টা করলেও ভিলা তখন রাজি হয়নি।
ইউনাইটেড কোচ রুবেন আমোরিম বলেন, "এই মুহূর্তে আমাদের দলে গোলকিপার হওয়া বেশ চ্যালেঞ্জিং।"