প্রথম তিন আসরে কোনো বাংলাদেশি না থাকলেও এবার দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২০-র চতুর্থ আসরের নিলামে রয়েছেন ১৪ জন বাংলাদেশি ক্রিকেটার।
নিলাম অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর। সোমবার প্রকাশিত খেলোয়াড় তালিকায় বাংলাদেশের যাঁরা আছেন:
মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, লিটন দাস, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
ড্রাফটে মোট ৫৪১ ক্রিকেটার রয়েছেন, এর মধ্যে ২৪১ জন বিদেশি। ৬ দল মিলে নিলাম থেকে ৮৪ জন খেলোয়াড় নিতে পারবে, যার মধ্যে শুধু ২৫ জন বিদেশি।
বিদেশিদের মধ্যে সর্বোচ্চ ৯৭ জন ইংলিশ ক্রিকেটার থাকলেও চমক হিসেবে রয়েছেন ৪৩ বছর বয়সী সাবেক পেসার জেমস অ্যান্ডারসন।