সিলেটে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ চলাকালেই সোমবার এক হোটেলে অনুষ্ঠিত হয় বিসিবির গুরুত্বপূর্ণ সভা। সভা শেষে সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম জানান, অক্টোবরের প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে। দু-তিন দিনের মধ্যে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হবে, যার দায়িত্ব থাকবে বোর্ড সভাপতির ওপর।
সভায় আরও সিদ্ধান্ত হয়—
আইসিসির আম্পায়ার সায়মন টফেল দুই বছরের জন্য বিসিবিতে যোগ দেবেন, ম্যাচ অফিসিয়ালদের প্রশিক্ষণে কাজ করবেন।
বিপিএলের আয়োজক হচ্ছে আইএমজি, আন্তর্জাতিক মান ফেরাতে কাজ করবে তারা।
প্রথমবারের মতো দেশে তিন দিনের ব্যাটিং বিশেষজ্ঞ ক্যাম্প আয়োজন করবে বিসিবি।
১৬ বছর পর লেভেল থ্রি কোচিং কোর্স চালু হচ্ছে সেপ্টেম্বরেই।
বিপিএলের ফিক্সিং তদন্তে নতুন চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
সব মিলিয়ে নির্বাচন সামনে রেখে ক্রিকেট কাঠামোতে নানা পরিবর্তনের পথে বিসিবি।