এশিয়া কাপের আগে আত্মবিশ্বাস বাড়ানোর মিশনে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে লিটন দাসের দল।
সোমবার (১ সেপ্টেম্বর) টস জিতে প্রথমে ব্যাট করে মাত্র ১০৩ রানে অলআউট হয় ডাচরা। বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ ৩টি, তাসকিন ও মোস্তাফিজ ২টি করে উইকেট নেন।
জবাবে বাংলাদেশ ৪১ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তানজিদ হাসান তামিম ৪০ বলে অপরাজিত ৫৪ রান করেন, সঙ্গী লিটন ছিলেন ১৮ রানে।
এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল বাংলাদেশ।