Skip to Content

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচসেরার তালিকায় সাকিবের অবস্থান কত

August 25, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দুর্দান্ত এক পারফরম্যান্স উপহার দিয়েছেন সাকিব আল হাসান। অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনসের হয়ে খেলতে নেমে বল হাতে ২ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩টি উইকেট নেন তিনি। এই পারফরম্যান্সের মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব পূর্ণ করেন ৫০০ উইকেটের মাইলফলক, যা অর্জন করা বিশ্বের মাত্র পাঁচজন বোলারের মধ্যে তিনি একজন।

এই ম্যাচেই তিনি আউট করেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে, যেটিই ছিল তার ৫০০তম উইকেট। এরপর আরও দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে নিজের দলকে এগিয়ে দেন। শুধু বোলিং নয়, ব্যাট হাতে রানও করেন তিনি, যার ফলে ম্যাচসেরা নির্বাচিত হন।

এটি ছিল সাকিবের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪৪তম ম্যাচসেরা পুরস্কার। ফলে তিনি ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের সঙ্গে যৌথভাবে এখন পাঁচ নম্বরে রয়েছেন। এই তালিকায় শীর্ষে রয়েছেন ক্রিস গেইল, যিনি ৬০ বার ম্যাচসেরা হয়েছেন। এরপর আছেন গ্লেন ম্যাক্সওয়েল (৪৮ বার), কাইরন পোলার্ড (৪৭ বার) এবং অ্যালেক্স হেলস (৪৪ বার)।

সাকিব এখন পর্যন্ত ৪৫৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই ফরম্যাটে তিনি প্রথম ক্রিকেটার হিসেবে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের ‘ডাবল’ রেকর্ডও গড়েছেন, যা বিশ্ব ক্রিকেটে এক অনন্য অর্জন।

Editorialnews24 August 25, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages