এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ দল। সিরিজে দারুণ ছন্দে আছে টাইগাররা— ইতিমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে তারা। তবে এই সিরিজের পর লিটন, মুস্তাফিজ, তাসকিনদের জন্য অপেক্ষা করছে আরও গুরুত্বপূর্ণ সিরিজ ও ব্যস্ত সূচি।
চলমান সিরিজ শেষে বাংলাদেশ দল রওনা দেবে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে, যেখানে তারা অংশ নেবে এশিয়া কাপে। পাশাপাশি আফগানিস্তানের বিপক্ষেও একটি সিরিজ খেলবে সেখানেই। এরপর খুব বেশি বিশ্রামের সুযোগ নেই টাইগারদের।
ক্রিকেট বোর্ডের প্রাথমিক সূচি অনুযায়ী, অক্টোবরেই শুরু হবে নতুন আরেকটি আন্তর্জাতিক সিরিজ, যা শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এ সিরিজের সব টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। অন্যদিকে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হবে ঢাকায়।
সবশেষ ক্যারিবীয় দলের বিদায়ের পর ক্রিকেটারদের কিছুটা বিশ্রাম মিললেও তা দীর্ঘস্থায়ী হবে না। কারণ, আগামী ৭ নভেম্বর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড দল। সফরে তারা বাংলাদেশের বিপক্ষে তিন ফরম্যাটেই মুখোমুখি হবে— টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে।
আসন্ন এই ব্যস্ত সূচি টাইগারদের জন্য যেমন একটি বড় চ্যালেঞ্জ, তেমনি পরবর্তী বিশ্বকাপগুলোর জন্য নিজেকে প্রস্তুত করে তোলার দারুণ সুযোগও।