বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
সোমবার (২ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি নির্বাচন হবে এবং আমি পরিচালকের পদে লড়ার চেষ্টা করব। সুযোগ পেলে দেশের জন্য কাজ করতে চাই।”
এর আগে বুলবুল জানিয়েছিলেন, বিসিবিতে অল্প সময়ের জন্য কাজ করতে এসেছেন, তবে সময়ের সঙ্গে তার অবস্থানে পরিবর্তন এসেছে। সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনয়ন নিয়েও পরিচালকের পদে আগ্রহ প্রকাশ করেন তিনি।