মাত্র ১৮ বছর বয়সেই দুর্দান্ত পারফর্ম করে ব্যালন ডি’অর জেতার স্বপ্ন দেখছেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল।
গত মৌসুমে বার্সার হয়ে ৫৫ ম্যাচে ১৮ গোল ও ২৫ অ্যাসিস্ট করেন তিনি। নতুন মৌসুমেও দুর্দান্ত শুরু করেছেন—লা লিগার প্রথম তিন ম্যাচেই পাঁচটি গোল অবদান।
ইয়ামাল বলেন, “প্রত্যেক খেলোয়াড়েরই ব্যালন ডি’অর জেতার স্বপ্ন থাকে। ১৮ বছর বয়সে মনোনয়ন পাওয়া বিশাল অর্জন, আশা করি স্বপ্ন বাস্তবে রূপ নেবে।”
২০২৫ সালের ব্যালন ডি’অরের জন্য বার্সার ইয়ামাল ছাড়াও মনোনয়ন পেয়েছেন পেদ্রি, লেভানডভস্কি ও রাফিনিয়া।
আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অর পুরস্কার অনুষ্ঠান। এর আগে জাতীয় দলের হয়ে বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে খেলবেন ইয়ামাল।