ভিয়েতনামের বিপক্ষে ম্যাচের আগের দিন ইতালি থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে যোগ দিয়েছেন প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের ম্যানেজার শাহীন হাসান।
তবে দেরিতে যোগ দেওয়ায় অনুশীলনের সুযোগ না পাওয়ায় ভিয়েতনামের বিপক্ষে প্রথম ম্যাচের পরিকল্পনায় রাখা হয়নি তাকে। ইতালিতে ক্লাব পরিবর্তনের কারণে আগের প্রস্তুতি ম্যাচগুলোতেও অংশ নিতে পারেননি তিনি।
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল এবারের এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূল পর্বে খেলার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে। ‘সি’ গ্রুপে থাকা দলটি ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুরের মুখোমুখি হবে।
গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ দল খেলবে ২০২৬ সালের সৌদি আরবের মূল পর্বে।