নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি করা তানজিদ তামিম জানান, বাংলাদেশ দলের খেলার ধরনে বড় পরিবর্তন এসেছে স্বাধীনতা পাওয়ার কারণে। তার মতে, এখন সবাই নিজের রোল বুঝে খেলছে এবং খেলার ধরনেও এসেছে আক্রমণাত্মক মানসিকতা।
তানজিদের ভাষায়, “দল থেকে সবাইকে ফ্রিডম দেওয়া হয়েছে—যার যেটা রোল, সে অনুযায়ী মাঠে খেলতে পারছে। এই স্বাধীনতাই পারফরম্যান্সে বড় ভূমিকা রাখছে।”
তিনি বলেন, “উইকেট যেমনই হোক, আমরা পরিস্থিতি অনুযায়ী খেলছি। মূল বিষয় হলো—সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করা যায়, সবাই সেটাই চেষ্টা করছে।”
তবে আগে এমন স্বাধীনতা ছিল কিনা—এমন প্রশ্নে সরাসরি কিছু না বললেও তানজিদ জানান, এখন ড্রেসিংরুমে সবার দায়িত্ব স্পষ্টভাবে ভাগ করে দেওয়া হয়েছে এবং ফ্রিডমও রয়েছে।
সিরিজে বোলারদের পারফরম্যান্সে ব্যাটারদের নিজেকে প্রমাণের সুযোগ কম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট বলে জানান তানজিদ।