Skip to Content

ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে রাজা

September 3, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan

আইসিসির সর্বশেষ ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষ স্থান দখল করেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে অসাধারণ পারফরম্যান্সের ফলে রাজার র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে।

গত সপ্তাহে দুই ম্যাচে দুটি হাফসেঞ্চুরি করেন রাজা, পাশাপাশি প্রথম ওয়ানডেতে ১ উইকেটও নিয়েছেন। যদিও জিম্বাবুয়ে সিরিজটি হেরে গেছে, তার ব্যক্তিগত পারফরম্যান্স ছিল চমকপ্রদ।

৩০২ রেটিং পয়েন্ট নিয়ে রাজা পেছনে ফেলেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী (২৯২) ও আজমাতউল্লাহ ওমরজাইকে (২৯৬)। ব্যাটিং র‌্যাংকিংয়েও তিনি ২২ নম্বর স্থানে উঠে এসেছেন, যা তার জন্য বড় অর্জন।

শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাত ধাপ এগিয়ে ১৩তম স্থানে পৌঁছেছেন। আরেক শ্রীলঙ্কান ক্রিকেটার জানিথ লিয়ানাগে ২৯ নম্বরে উন্নতি করেছেন। বোলিং র‌্যাংকিংয়ে শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো ও দিলশান মাদুশাঙ্কা যথাক্রমে ৩১ ও ৫২ নম্বর স্থানে উঠে এসেছেন।

বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষে অবস্থান আরও দৃঢ় করেছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। ইংল্যান্ডের বিপক্ষে চার উইকেট নিয়ে তার রেটিং বেড়ে ৬৯০ হয়েছে। তার সতীর্থ লুঙ্গি এনগিডি ৫ ধাপ এগিয়ে ২৩তম স্থানে অবস্থান করছেন। ইংল্যান্ডের জফরা আর্চারও ১৯ নম্বরে উন্নতি করেছেন।

Editorialnews24 September 3, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages