সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতলেও শুরুটা নিয়ন্ত্রণে রাখতে পারেনি তারা। ওপেনার সাঈফ হাসান ১২ রানে আউট হলেও অধিনায়ক লিটন দাস ব্যাট হাতে ঝড় তোলেন। মাত্র চার ওভারে বাংলাদেশের স্কোর ছুঁয়ে ফেলে ৫০ রান।
৪.১ ওভারে ১ উইকেটে ৬০ রানে পৌঁছাতেই নামে বৃষ্টি। তখন লিটন মাত্র ১৬ বলে ২ ছক্কা ও ৫ চারসহ খেলছিলেন ৪২ রানে। অপর প্রান্তে ৩ রানে অপরাজিত ছিলেন তাওহীদ হৃদয়।
সিরিজে দুর্দান্ত ফর্মে আছেন লিটন। আগের দুই ম্যাচে করেছেন অপরাজিত ৫৪ ও ১৮ রান। সিরিজ আগেই জয় নিশ্চিত করায় শেষ ম্যাচটি ছিল মর্যাদা রক্ষার লড়াই।
লিটনের ব্যাটিং দেখে স্পষ্ট, নেদারল্যান্ডসের বোলিং তার খুবই পছন্দ! ভাগ্যও তার পক্ষে, কারণ ৪০ রানে থাকা অবস্থায় একটি সহজ ক্যাচ ফেলেছেন ফিল্ডার সারিজ। ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও ভুগছে নেদারল্যান্ডস।