আসন্ন অক্টোবরে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে পরিচালক পদে লড়ার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
বুধবার গণমাধ্যমকে তিনি বলেন, "চিন্তাভাবনা আগেই করে রেখেছি। যদি সব ঠিক থাকে, নির্বাচনে অংশ নেব।"
বিসিবির দীর্ঘদিনের অংশ হিসেবে কাজের অভিজ্ঞতা থেকে নান্নু জানান, বোর্ডে গেলে উন্নয়নের বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ বাড়বে বলেই তিনি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।