সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দারুণ শুরুর পর বৃষ্টিতে পরিত্যক্ত হলো বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ।
প্রথমবার সিরিজে আগে ব্যাট করে ১৮.২ ওভারে ৪ উইকেটে ১৬৪ রান তোলে বাংলাদেশ। লিটন দাস ৪৬ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলেন।
তবে ম্যাচ চলাকালে দু’বার বৃষ্টির হানায় খেলা বন্ধ হয়ে যায়। শেষবার ১৯তম ওভারে বৃষ্টির পর আর মাঠে ফেরা সম্ভব হয়নি।
রাত ৯টা ৪৩ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
তিন ম্যাচের সিরিজ বাংলাদেশ আগেই ২-০ ব্যবধানে জিতে নেয়।