বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার ও ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ প্রথমবারের মতো কন্যাসন্তানের বাবা হয়েছেন। আজ দুপুরে মেয়ের জন্মের খবরটি নিজেই জানিয়েছেন তিনি সামাজিক মাধ্যমে। জানিয়েছেন, মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন।
২০১৯ সালে খুলনার রাবেয়াকে বিয়ে করেন মিরাজ। ২০২০ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান, মুদ্দাসসির হাসান ওয়াফিক।
তবে নতুন অতিথিকে সময় দেওয়ার সুযোগ খুব বেশি পাচ্ছেন না মিরাজ। এশিয়া কাপ সামনে থাকায় তিনি দলের স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে থাকবেন।