টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিফাইনালে উঠার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে বাংলাদেশ ‘এ’ দলের। তাই আজ ডারউইনে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে ম্যাচটি ছিল শুধুই নিয়মরক্ষার। তবে এই আনুষ্ঠানিক ম্যাচে ব্যাট হাতে ভালো লড়াই করেছে নুরুল হাসান সোহানের দল।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে বাংলাদেশ ‘এ’। এই সংগ্রহে বড় অবদান রেখে শেষ দিকে ঝড় তোলেন আফিফ হোসেন ধ্রুব। ৪ নম্বরে নেমে মাত্র ২৩ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল ৫টি চারের সঙ্গে ৩টি ছক্কা।
সঙ্গে ছিলেন ইয়াসির আলী রাব্বি, যিনি ১৫ বলে একটি চার ও ছয়ের সাহায্যে অপরাজিত থাকেন ২৫ রানে।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা পায় বাংলাদেশ ‘এ’। উদ্বোধনী জুটিতে জিসান আলম ও মোহাম্মদ নাইম ৬.৪ ওভারে যোগ করেন ৪৮ রান। তবে এরপর ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে দলটি।
নাইম ১৭ বলে ১৫ রান করে ফিরে যান। এশিয়া কাপের স্কোয়াডে জায়গা না পাওয়া নাইমের জন্য এটি ছিল নিজেকে প্রমাণের সুযোগ, যা তিনি কাজে লাগাতে পারেননি। একইভাবে স্কোয়াডে ফিরেও ব্যর্থ হন সাইফ হাসান, মাত্র ১৯ বলে ১৫ রান করে ফিরেন তিনিও।
জিসান আলম অবশ্য ইনিংসটি ধরে রাখেন। তিনি ৩৮ বলে ৫০ রানের দারুণ ইনিংস খেলেন, যাতে ছিল ৫টি চার ও একটি ছক্কা। তবে তিনিও পরে জ্যাকবসের বলে ক্যাচ দিয়ে আউট হন।
এশিয়া কাপে ডাক পাওয়া অধিনায়ক নুরুল হাসান সোহানও ব্যর্থ হয়েছেন। তিনি মাত্র ৮ বলে ৬ রান করে ফিরে যান। দলের ৪ উইকেটের মধ্যে তিনটি শিকার করেন অ্যাডিলেডের জ্যাকবস, যিনি ৪ ওভারে ৩৩ রান দেন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’: ১৭৫/৪ (২০ ওভার)
জিসান ৫০, আফিফ ৪৯*, রাব্বি ২৫*, নাইম ১৫, সাইফ ১৫;
জ্যাকবস ৩/৩৩ (৪ ওভার)