ভেনেজুয়েলার বিপক্ষে দেশের মাটিতে কোয়ালিফায়ারের শেষ ম্যাচ খেলেই দক্ষিণ আমেরিকার ফিফা বিশ্বকাপ বাছাইয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে ভাগ বসালেন লিওনেল মেসি। এটি ছিল তার ৭২তম ম্যাচ, যা ইকুয়েডরের ইভান হার্তাদোর রেকর্ডের সমান।
মেসির এই ৭২ ম্যাচের মধ্যে ৪৫টি অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনায়। আগামী ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামলে তিনি এককভাবে রেকর্ডটি নিজের করে নেবেন।
বাছাইপর্বে মেসির পরিসংখ্যান: ৪০ জয়, ২০ ড্র, ১২ হার। পাশাপাশি ভেনেজুয়েলার বিপক্ষে গোল করে কোয়ালিফায়ারে নিজের গোল সংখ্যা ৩৭-এ নিয়ে গেছেন, যা সর্বোচ্চ।
ম্যাচটিকে বিশেষভাবে মূল্যায়ন করে মেসি বলেন, “এটি দেশের মাটিতে আমার শেষ কোয়ালিফায়ার ম্যাচ, তাই পরিবারের সবাইকে পাশে পাচ্ছি — এটা আমার জন্য খুবই আবেগের।”
কোয়ালিফায়ারে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড়রা (দক্ষিণ আমেরিকা):
১. লিওনেল মেসি – ৭২
২. ইভান হার্তাদো (ইকুয়েডর) – ৭১
৩. পাওলো দা সিলভা (প্যারাগুয়ে) – ৬৪
৪. মার্সেলো মার্টিন্স (বলিভিয়া) – ৬৪
৫. সানচেজ ও ব্রাভো (চিলি) – ৬৩
আর্জেন্টিনার পক্ষে সর্বাধিক ম্যাচ:
১. লিওনেল মেসি – ৭২
২. দি মারিয়া – ৫২
৩. ওটামেন্ডি – ৫০
৪. মাস্চেরানো – ৪৯
৫. আয়ালা – ৪০