বিসিবি নির্বাচনকে ঘিরে নিরাপত্তা শঙ্কায় পড়েছেন সাবেক অধিনায়ক ও বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ফোনে হুমকি পেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চাপের মুখে তিনি বিসিবির মাধ্যমে থানায় জিডি করেছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে বুলবুলের জন্য গানম্যান চেয়েছেন।
চিঠিতে বলা হয়, নির্বাচনী সময় বুলবুলের বিভিন্ন স্থানে যাতায়াত থাকায় নিরাপত্তা নিশ্চিত করতে তার সঙ্গে গানম্যান থাকা প্রয়োজন।
একটি টিভি সাক্ষাৎকারে বুলবুল জানান, অজ্ঞাত নম্বর থেকে ফোনে হুমকি দিয়ে বলা হয়েছে, "ইলেকশন না করলে ভালো হয়।"
আগামী ৪ অক্টোবর বিসিবি নির্বাচনে অংশ নিতে পারেন বুলবুল। এ নির্বাচনে তামিম ইকবাল ও সাবেক সভাপতি ফারুক আহমেদও প্রতিদ্বন্দ্বিতা করছেন।