Skip to Content

ভারতে আর্জেন্টিনার এক ম্যাচেই খরচ ৫৫৬ কোটি টাকা

August 25, 2025 by
Editorialnews24
| Inteshar Ahmed Shawan
নভেম্বরে ভারতের কেরালায় একটি প্রীতি ম্যাচ খেলতে আসছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসি, আলভারেজ, মার্টিনেজদের নিয়ে আয়োজিত এই ম্যাচে খরচ হবে বিপুল অঙ্কের টাকা—ভারতীয় গণমাধ্যম ‘দ্য হিন্দু’ জানিয়েছে, কেরালা সরকারের খরচ পড়বে প্রায় ৪০০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫৬ কোটি টাকা।

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) জানিয়েছে, ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে কেরালায় খেলবে দলটি। প্রতিপক্ষ এখনো চূড়ান্ত না হলেও অস্ট্রেলিয়া, জাপান, কোস্টারিকা বা মরক্কোর যেকোনো একটি দলের বিপক্ষে মাঠে নামতে পারে তারা।

শুধু আর্জেন্টিনা দলকেই আনার পেছনে খরচ হচ্ছে ১৩০ কোটি রুপি (প্রায় ১৮১ কোটি টাকা)। আর্জেন্টিনাকে আনতে সাহায্য করছে ব্রডকাস্টিং প্রতিষ্ঠান ‘রিপোর্টার’, যারা ইতোমধ্যে এএফএকে চুক্তির পুরো অর্থ পরিশোধ করেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অ্যান্টো অগাস্টিন।

কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরহিমান নিশ্চিত করেছেন, আর্জেন্টিনার সঙ্গে ভারতে আসবেন লিওনেল মেসিও। তবে ম্যাচের ভেন্যু এখনো ঘোষণা করা না হলেও ধারণা করা হচ্ছে, এটি অনুষ্ঠিত হবে তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে।

Editorialnews24 August 25, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages