আগামী অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বোর্ড।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেইন। তার সঙ্গে থাকছেন সিআইডির অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম।
এবারের নির্বাচনে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক অধিনায়ক তামিম ইকবালের প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে।
২৩ জন পরিচালক নির্বাচিত হবেন তিনটি ক্যাটাগরি থেকে: ক্লাব প্রতিনিধি (১২ জন), বিভাগীয় ক্রীড়া সংস্থা (১০ জন), এবং সাবেক খেলোয়াড় ও প্রতিষ্ঠানের প্রতিনিধি (১ জন)। বাকি ২ জনকে মনোনয়ন দেবে জাতীয় ক্রীড়া পরিষদ। নির্বাচিত পরিচালকরা পরবর্তীতে বিসিবি সভাপতি নির্বাচন করবেন।