Skip to Content

এশিয়া কাপ খেলতে আরব আমিরাতের পথে টাইগারদের প্রথম বহর

September 7, 2025 by
Editorialnews24
Inteshar Ahmed

এশিয়া কাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম বহর। এই বহরে রয়েছেন অধিনায়ক লিটন দাসসহ মোট আটজন ক্রিকেটার।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে ফ্লাইটে করে দেশ ছাড়েন লিটন দাস, জাকের আলি অনিক, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান এবং রিশাদ হোসেন।

এরপর সন্ধ্যা সাড়ে সাতটায় দ্বিতীয় দফার খেলোয়াড়রা আমিরাতের উদ্দেশে রওনা দেবেন। আরব আমিরাতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে টাইগারদের জন্য শুরু হবে প্রস্তুতির লড়াই।

উল্লেখ্য, এ বছর এশিয়া কাপ আয়োজনের মূল দায়িত্বভার ছিল ভারতের। তবে পাকিস্তানের ভারত সফর না করার সিদ্ধান্তের ফলে নিরপেক্ষ ভেন্যু হিসেবে টুর্নামেন্টটি আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়। শুরুতে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা থাকলেও পরে তা কেটে গেছে।

বাংলাদেশের জন্য এশিয়া কাপের গ্রুপ পর্ব পার হওয়া চ্যালেঞ্জিং হতে পারে। গ্রুপে লিটন দাসদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সুপার ফোরে উঠতে হলে এই দুই প্রতিদ্বন্দ্বীর অন্তত একজনকে বিদায় করতে হবে টাইগারদের।

Editorialnews24 September 7, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages