Skip to Content

এবার সাকিবের সঙ্গে খেলবেন মাহমুদউল্লাহ

September 7, 2025 by
Editorialnews24
Shaif A Shanto

যুক্তরাষ্ট্রের মাইনর টি-টোয়েন্টি লিগের আটলান্টা ওপেন টুর্নামেন্টে একসঙ্গে খেলবেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুই তারকা অলরাউন্ডারই প্রতিনিধিত্ব করবেন আটলান্টা ফায়ার দলের হয়ে।

দলটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মাহমুদউল্লাহর অংশগ্রহণ নিশ্চিত করে বলা হয়েছে, “স্টার পাওয়ার আনলকড!”—আটলান্টা ওপেনে মাহমুদউল্লাহ রিয়াদ খেলবেন আমাদের হয়ে।

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহ বাংলাদেশের অন্যতম সফল টি-টোয়েন্টি ক্রিকেটার। ১৪১টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তিনি করেছেন ২,৪৪৪ রান এবং নিয়েছেন ৪১টি উইকেট। পিসিএল, সিপিএলসহ বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের রাইদালের পরমবীর ক্রিকেট কমপ্লেক্সে, ৭ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের আসরে মোট ছয়টি দল অংশ নিচ্ছে।


Editorialnews24 September 7, 2025
Share this post
Sign in to leave a comment
Droppable-area shared across all blog's pages