বাংলাদেশের ক্রিকেটে এশিয়া কাপ মানেই দীর্ঘ দিনের এক অপূর্ণ স্বপ্ন—তিনবার ফাইনালে উঠেও শিরোপার স্বাদ পায়নি টাইগাররা। তবে এবার সেই আক্ষেপ ঘোচাতে দৃঢ় প্রতিজ্ঞ অধিনায়ক লিটন কুমার দাস। দেশ ছাড়ার আগে তিনি জানিয়ে দিয়েছেন, এবারের লক্ষ্য শুধুই অংশগ্রহণ নয়—দেশে ফিরতে চান শিরোপা হাতে নিয়েই।
রোববার সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দলের প্রথম বহর। এই দলে ছিলেন লিটন কুমার দাস, সাইফ হাসান, রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান। বাকি সদস্যরা আরেকটি বহরে সন্ধ্যায় যাত্রা করবেন।
রওনা হওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় লিটন বলেন, “আমার এবং দলের জন্য দোয়া চাই। আমরা প্রতিটি ম্যাচে সেরাটা উজাড় করে দেব। লক্ষ্য একটাই—ট্রফি জেতা।”
এবারের এশিয়া কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং—সবগুলোই চ্যালেঞ্জিং দল। আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের মিশন।
তবে আশার কথা, সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠে হারানোর পর পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষেও জিতেছে সিরিজ। টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয় তুলে নেওয়ায় দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।
সবশেষে, এবার শুধু ফাইনাল নয়, এবার লিটনের চোখ ট্রফির দিকেই। এখন দেখার অপেক্ষা, দুবাই ও আবুধাবির মাঠে সেই স্বপ্ন কতটা বাস্তব হয়।