আগামী ১৪ সেপ্টেম্বর শুরু হচ্ছে এনসিএল টি-টোয়েন্টির নতুন আসর। খেলা হবে রাজশাহী, বগুড়া ও সিলেট—এই তিন ভেন্যুতে। অংশ নিচ্ছে ৮টি দল।
ঢাকা মেট্রোর অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওপেনার নাঈম শেখ। বর্তমান চ্যাম্পিয়ন রংপুরকে নেতৃত্ব দেবেন আকবর আলী। চট্টগ্রামের নেতৃত্বে থাকছেন ইয়াসির আলী রাব্বি। ঢাকার দায়িত্বে আছেন মাহিদুল ইসলাম অঙ্কন। খুলনার অধিনায়ক মোহাম্মদ মিঠুন, রাজশাহীর নাজমুল হোসেন শান্ত এবং সিলেটের অধিনায়ক জাকির হাসান। বরিশালের অধিনায়ক এখনো চূড়ান্ত হয়নি।
উদ্বোধনী দিন রাজশাহী বনাম ঢাকা মেট্রো ম্যাচটি শুরু হবে সকাল ৯:৩০টায় এবং বগুড়ায় দ্বিতীয় ম্যাচে সিলেটের মুখোমুখি হবে রংপুর, দুপুর ১:৩০টায়।
২১, ২২, ২৫ ও ২৬ সেপ্টেম্বর ম্যাচগুলো আধা ঘণ্টা দেরিতে শুরু হবে। ওই দিনগুলোতে প্রথম ম্যাচ সকাল ১০টায় এবং দ্বিতীয়টি বিকেল ২টায় মাঠে গড়াবে।
২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে লিগ পর্ব। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আউটার স্টেডিয়ামে।