নেপালে চলমান সরকারবিরোধী বিক্ষোভের কারণে অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিক্ষোভকারীদের সড়ক অবরোধের ফলে খেলোয়াড়রা হোটেলেই অবস্থান করছেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তা এখন প্রধান অগ্রাধিকার। স্থানীয় প্রশাসন, নেপালের ফুটবল সংস্থা (ANFA) ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
বাফুফে মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানান, দশরথ স্টেডিয়ামে বিকাল ৩টায় অনুশীলন নির্ধারিত থাকলেও, লবিতে আসার পর জানা যায় মাঠের আশপাশে অবরোধ চলছে, তাই অনুশীলন বাতিল করা হয়েছে।
দল হোটেলেই প্রি-ম্যাচ সংবাদ সম্মেলন করেছে। প্রথম ম্যাচ শনিবার অনুষ্ঠিত হলেও, মঙ্গলবারের দ্বিতীয় ম্যাচ বর্তমান পরিস্থিতিতে অনিশ্চিত।