নেপালে বিক্ষোভ ও অস্থিরতার কারণে আগামীকাল বাংলাদেশ-নেপাল ফিফা প্রীতি ম্যাচ বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ও সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ১৪ হয়েছে। নিরাপত্তার কারণে গ্যালারিশূন্য স্টেডিয়ামে খেলতে রাজি হয়নি বাংলাদেশ দল। নেপালে গত ম্যাচটি ড্র হয়, পরের ম্যাচটি বাতিল হওয়ায় সিরিজে আপাতত বিরতি রয়েছে।