নেপালে জেন-জির আন্দোলনের কারণে বাতিল হয়েছে বাংলাদেশ-নেপালের দ্বিতীয় প্রীতি ম্যাচ। পরিস্থিতির অবনতিতে একদিন আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নেয় জামাল ভূঁইয়ারা। তবে নিরাপত্তাজনিত কারণে এখনো হোটেল ছাড়তে পারেননি তারা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, মঙ্গলবার বিকাল ৩টায় বিজি ০৩৭২ ফ্লাইটে ঢাকায় ফেরার কথা জাতীয় দলের। কিন্তু কাঠমান্ডুতে চলমান আন্দোলনের কারণে রাস্তায় বের হওয়ার অনুমতি মেলেনি, বিমানবন্দরও বন্ধ রয়েছে বলে জানা গেছে।
এক কর্মকর্তা জানিয়েছেন, হোটেল থেকে চেকআউট করে লাগেজসহ লবিতে অপেক্ষা করছেন খেলোয়াড়রা, কিন্তু ফ্লাইট ধরতে পারবেন কিনা তা নিশ্চিত নয়।
৩ সেপ্টেম্বর নেপালে পৌঁছায় বাংলাদেশ দল। প্রথম ম্যাচে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচটি বাতিল হয়। এখন প্রীতি ম্যাচ নয়, নিরাপদে দেশে ফেরাটাই জামালদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।