বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত টি-টোয়েন্টি লিগ এসএ টোয়েন্টিতে জায়গা পেলেন স্পিনার তাইজুল ইসলাম। ডারবানস সুপার জায়ান্টস দল তাকে দলে নিয়েছে ৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ডে, যা প্রায় ৩৫ লাখ বাংলাদেশি টাকার সমান।
ডারবানস সুপার জায়ান্টসের অফিসিয়াল পেজে তাইজুলকে স্বাগত জানিয়ে লেখা হয়েছে, ‘স্পিনে জয় করে নিলেন ডারবানের হৃদয়।’ গত আসরে হতাশাজনক পারফরম্যান্সের পর এবার স্পিন বিভাগে তাইজুলকে ভরসা হিসেবে দেখা হচ্ছে।
৩৩ বছর বয়সী বাঁহাতি স্পিনার তাইজুল বর্তমানে বাংলাদেশের টেস্ট দলে নিয়মিত হলেও টি-টোয়েন্টি ম্যাচে তার সুযোগ সীমিত। তিনি মাত্র দুইটি টি-টোয়েন্টি খেলেছেন বাংলাদেশ হয়ে, তবে মোট আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০৫ ম্যাচে ৮৮ উইকেট শিকার করেছেন। এবারই প্রথমবারের মতো তিনি বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে যাচ্ছেন।
এসএ টোয়েন্টির নিলামে বাংলাদেশের ১৪ জন ক্রিকেটার অংশ নিয়েছিলেন, তবে শুধু তাইজুলই দল পেয়েছেন। অন্যদের মধ্যে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাসও ছিলেন, কিন্তু মুস্তাফিজ বিক্রি হননি।
দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টির আগামী আসর শুরু হবে ২৩ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত, যেখানে ছয়টি দল অংশ নেবে। যদিও তাইজুল কিছুটা শঙ্কিত কারণ একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)ও অনুষ্ঠিত হয়।
এই লিগে অংশগ্রহণ বাংলাদেশি ক্রিকেটারদের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে এবং তাইজুলের এই সুযোগকে দেশীয় ক্রিকেটের জন্য বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।