প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল প্রস্তুতির অংশ হিসেবে অক্টোবরে থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলবে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হতে পারে ২৫ ও ২৮ অক্টোবর।
বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, অক্টোবরের ফিফা উইন্ডোতে থাইল্যান্ডে ম্যাচ দুটি চূড়ান্ত হয়েছে। এছাড়া নভেম্বর উইন্ডোতে ঢাকায় একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনাও রয়েছে, যার জন্য ভিয়েতনামসহ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।
থাইল্যান্ড সফর শেষে বাংলাদেশ নারী দল জাপানে তিন সপ্তাহের অনুশীলন ক্যাম্প করবে। সেখানে কোনো ম্যাচ না খেললেও প্রশিক্ষণ চলবে। এছাড়া অস্ট্রেলিয়া যাওয়ার পথে সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া বা নিউজিল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলার বিষয়েও পরিকল্পনা করছে বাফুফে।
এশিয়ান কাপে অংশ নেওয়ার আগে সিনিয়র দলের সঙ্গে অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়রাও থাকবে অনুশীলন ও ম্যাচে অংশগ্রহণের জন্য।