চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। তবে দলে নেই নেইমার, ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগোর মতো বড় তারকারা।
কোচ কার্লো আনচেলত্তি মূলপর্বে জায়গা নিশ্চিত হওয়ায় এই দুই ম্যাচে তরুণদের সুযোগ দিতে চান। তাই আগের দল থেকে নয়টি পরিবর্তন এনেছেন।
ইনজুরির কারণে ফেরেননি নেইমার। দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এই তারকা ফেরার কাছাকাছি গেলেও উরুর চোট নতুন করে ফিরে আসে।
ভিনিসিউস নিষেধাজ্ঞায় থাকায় এবং রদ্রিগোকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ। আনচেলত্তি জানান, ফিটনেস ও পারফরম্যান্সের ভিত্তিতেই দল গঠন করা হয়েছে।
তিনি বলেন, “জাতীয় দলে সুযোগ পেতে হলে ফিট থাকা জরুরি। কেউ যদি জানতে চায় কেন বাদ, আমার নম্বর রদ্রিগো ও নেইমার—দুজনের কাছেই আছে।”